ঢাকা ৭ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
বুরহান উদ্দিন মুজাক্কির
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে করোনা রোগীদের ঘরে ঘরে খাবার পৌছানো ও লকডাউনে সহযোগিতা করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে নোয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আরমান ও সাধারণ সম্পাদক আবুল হাসনাত আদনান।
নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-০৪ আসনের সংসদ সদস্য একরামুল করীম চৌধুরীর নির্দেশে নোয়াখালীতে চলছে ভিন্নভাবে লকডাউন।
তাঁর পরামর্শে জেলা প্রশাসন নোয়াখালীর প্রতিটি করোনা আক্রান্ত রোগীর বাড়ি কার্যত লকডাউন করছে এবং পাশাপাশি প্রতিটি ঘরে ঔষধ ও খাবার পৌছে দিচ্ছে।
নোয়াখালী পৌর এলাকায় যে সকল বাড়িতে করোনা পজিটিভ রোগী রয়েছে সেই সকল বাড়িকে রেড জোন চিহ্নিত করে প্রবেশ-প্রস্থান বন্ধ (কার্যত লকডাউন) করে দেয়া হচ্ছে। এই নতুন নিয়মের লকডাউনে এবং খাবার পৌছানোর কাজে এমপি একরামুল করীম চৌধুরীর নির্দেশে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করছে নোয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আরমান ও সাধারণ সম্পাদক আবুল হাসনাত আদনান।
গতকাল রবিবার (২৮ জুন২০২০) সকাল থেকে জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্র্যাট, উপজেলা মেডিকেল অফিসার ও থানা পুলিশের সাথে সমন্বয় করে নোয়াখালী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে (৩, ৪, ৫, ৬ নং ওয়ার্ডে) নোয়াখালী জেলা ছাত্রলীগের একাধিক টিম কাজ করেছে।
জেলা প্রশাসনের সাথে নোয়াখালী জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আবুল হাসনাত আদনান।
এসময় নোয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আরমান ও সাধারণ সম্পাদক আবুল হাসনাত আদনান এর নেতৃত্বে ছাত্রলীগের কয়েকটি টিম এমপি একরামুল করীম চৌধুরীর নির্দেশে করোনা রোগীদের বাড়িতে উপহার সামগ্রী পৌছে দেয় এবং বাড়ি লকডাউনে প্রশাসনকে সহযোগিতা করে।
এসময় লকডাউনকৃত বাড়ি চিহ্নিত করে জরুরী সেবা প্রদান কারীদের ফোন নাম্বার সহ পোস্টার লাগিয়েদেন ছাত্রলীগের নেতা-করীরা।
জেলা প্রশাসনের সাথে নোয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আরমান।
এবিষয়ে জানতে চাইলে, নোয়াখালী জেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান আরমান জানান, ‘‘লকডাউন বাস্তবায়নে আমরা স্থানীয় প্রশাসনকে সহায়তা করছি। করোনা পজিটিভ রোগীদের বাড়িকে রেড জোন চিহ্নিত করে প্রবেশ-প্রস্থান বন্ধ (কার্যত লকডাউন) করে দিচ্ছি।
জরুরী প্রয়োজনে যোগাযোগ করার জন্য ফোন নাম্বার সংবলিত পোস্টার লাগিয়ে দিয়েছি, যাতে ঔষধ সহ জরুরী যে কোন সেবা তারা ঘরে বসে পেতে পারে”।
মানবিক নেতা একরামুল করিম চৌধুরীর পক্ষ থেকে উপহার সামগ্রী (১৫ দিনের খাবার, মাস্ক, ঔষধ) প্রদান করা হয়েছে বলেও জানান জেলা ছাত্রলীগ সভাপতি।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST