ঢাকা ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২০
বুরহান উদ্দিন মুজাক্কির, নোয়াখালী জেলা প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গ্রামপুলিশ সদস্য আবুল কালামকে মারধরের অভিযোগ করেছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ ও উপজেলা চেয়ারম্যান বরাবর দেয়া লিখিতনঅভিযোগে আবুল কালাম জানান, ‘৬নং রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল বাহার চৌধুরী প্রায়শঃ তিনিসহ গ্রামপুলিশদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন’।
আবুল কালাম জানান, ‘গত ১৩ জুলাই পরিষদে ডিউটি করতে গেলে তাকে চেয়ারম্যান ইকবাল বাহার চৌধুরী অকথ্য ভাষায় গালিগালাজসহ চড়থাপ্পড় ও কিলঘুষি মেরে লাঞ্ছিত করেন। এবিষয়ে প্রতিকার চেয়ে আবুল কালাম বাদি হয়ে গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) ইউএনও জনাব ফয়সাল আহমেদ ও উপজেলা চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন’।
এ ব্যাপারে উপজেলা গ্রামপুলিশের সভাপতি আতিকুল ইসলাম মানিক বলেন, ‘এ ঘটনার সুষ্ঠু বিচার দাবিতে ইউএনও মহোদয়কে লিখিতসহ ঊর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বিষয়টি তদন্ত করার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমাকে তদন্তের জন্য বলা হয়েছে বলেও জানান গ্রামপুলিশের এ নেতা’
অন্যদিকে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান ইকবাল বাহার চৌধুরী বলেন, ‘গ্রাম পুলিশ আবুল কালাম ডিউটি ফাঁকি দেয়ায় তাকে বকাঝকা করা হয়েছে। তবে মারধরের অভিযোগ তিনি অস্বীকার করেন।’
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST