ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৯
দিনাজপুর থেকে সিদ্দিক হোসেন ॥ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজহাটে বুধবার সকালে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক, বীরগঞ্জ শাখার ব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্বে) মোঃ হারুন-অর-রশিদের সভাপতিত্বে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক, বীরগঞ্জ শাখার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর জেলার আনসার ভিডিপি’র জেলা কমান্ডার (অতিরিক্ত) দায়িত্বে মোঃ আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের দিনাজপুর অঞ্চলের ব্যবস্থাপক মোঃ তরিকুল ইসলাম, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের দিনাজপুর শাখার ব্যবস্থাপক মোঃ মুক্তার আলী, বীরগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আনসারদের সুবিধাতে এই ব্যাংক তৈরি করা হলো, শুধু যারা আনসার সদস্য হবে তারাই এই ব্যাংকের ঋণ পাবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST