ঢাকা ৮ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৯
শহিদুল ইসলাম সোহেল, ময়মনসিংহ ব্যুরোঃপরিবেশের ভারসাম্য ও স্বচ্ছতা বজায় রাখতে ইট প্রস্তুুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) অাইন ২০১৩(সংশোধিত ২০১৯) এর ধারা ০৮ অনুযায়ী পৌরসভার অভ্যন্তরে ইটভাটা পরিচালনা নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে। সেই ধারাবাহিকতায়, পরিবেশ রক্ষা ও অাইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে মধুপুর ইটভাটা মালিক সমিতির সভাপতি মেসার্স অাশা ব্রিকস এর মালিক মোঃ অানোয়ার হোসেন পৌরসভার অাকাশী গ্রামে স্থাপিত তাঁর দীর্ঘদিনের ইটভাটাটি অপসারন করে নিলেন। অাইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে পূর্বেই নিজে থেকে ভাটাটি অপসারনের ঘোষনা দিয়েছিলেন।সেই লক্ষ্যে এ বছর ইট তৈরী বন্ধ রেখে সেখানে গরুর খামার গড়ে তুলছেন। তাঁর এ ঘোষনার বাস্তবায়ন সরেজমিনে দেখতে বন ও পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইলের উপ-পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম অাজ ০৪/১২/১৯ তারিখ মধুপুরে অানোয়ার হোসেনের ভাটায় অাসেন। উপ-পরিচালকের উপস্থিতিতে উদ্যোক্তা মালিক ভাটার অবশিষ্টাংশ বুলডুজার দিয়ে গুড়িয়ে দেন। পরিবেশ রক্ষা ও অাইনের বাস্তবায়নে অান্তরিক সহযোগিতার জন্য উপপরিচালক উদ্যোক্তা মালিক অানোয়ার হোসেন কে অান্তরিক ধন্যবাদ জানান। তিনি আরো বলেন প্রত্যেকটি পৌরসভায় এ আইন কার্যকর করা হবে। এ সময় মধুপুর ইটভাটা মালিক সমিতির সাধারন সম্পাদক খন্দকার মোতালিব হোসেনসহ নেতৃবৃন্দ ও মালিকগন উপস্থিত ছিলেন। মালিকগন সরকারী অাইন অনুযায়ী ইটভাটা পরিচালনার জন্য অঙ্গীকার করেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST