ঢাকা ২৮ মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২০
হাতিয়া প্রতিনিধি ঃ “দেশের বায়ু দেশের মাটি গাছ লাগিয়ে করব খাঁটি” এ ¯েøাগানকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জাগ্রত দ্বীপ হাতিয়া স্বেচ্ছাসেবী সংগঠন। মঙ্গলবার সকালে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়িরচর ইউনিয়নে এ কর্মসূচি পালন করা হয়।
উক্ত কর্মসূচির উদ্ভোধন করেন হাতিয়া জেলা বাস্তবায়ন পরিষদের আহবায়ক এডভোকেট ফজলে আজিম তুহিন। এসময় সংগঠনের এডমিনদের উপস্থিতিতে শতাধিক ফলদ বনজ চারা রোপন করা হয়।
জাগ্রত দ্বীপ হাতিয়া স্বেচ্ছাসেবী সংগঠনটি ঈদ বস্ত্র, শীত বস্ত্র, ঈদ সামগ্রী, করোনা কালীন সময়ে খাদ্য সামগ্রী বিতণ, অসুস্থ গরীব রোগীদের আর্থিকসহায়তা, জনসচেতনতামূলক কার্যক্রম সহ ২০১৬ সাল থেকে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
হাতিয়া জেলা বাস্তবায়ন পরিষদের আহবায়ক এডভোকেট ফজলে আজিম তুহিন বলেন, জাগ্রত দ্বীপ হাতিয়া স্বেচ্ছাসেবী সংগঠনটি দীর্ঘদিন ধরে সামাজিক কার্যক্রমের সাথে জড়িত রয়েছে। তাদের আজকের এ কর্মসূচির জন্য সংগঠনেরে সকলকে ধন্যবাদ জানায়। ভবিষ্যতে তারা এ ধারা অব্যাহত রাখবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST