দিনাজপুরে ৫ ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৯

দিনাজপুর থেকে সিদ্দিক হোসেন ॥
“অভিগম্য আগামীর পথে”-এবারের প্রতিপাদ্য বিষয়ে সামনে রেখে ৫ ডিসেম্বর বৃহস্পতিবার জেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র দিনাজপুরের আয়োজনে এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা, বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় সমূহের সহযোগিতায় বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণ হতে বর্ণাঢ্য র‌্যালীর নেতৃত্ব দেন জেলা প্রশাসনের পক্ষে স্থানীয় সরকার বিভাগ দিনাজপুরের উপ-পরিচালক মোঃ রুহুল আমিন মিয়া। র‌্যালীটি শহরের প্রধান প্রধান প্রদক্ষিন শেষে বালুবাড়ী বন্ধন কমিউনটি সেন্টারে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এএসপি (প্রশাসন) মোঃ হাফিজুর রহমান, প্রতিবন্ধী ফেডারেশনের জেলা আহবায়ক অনামিকা পান্ডে। স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ফজলুল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি হালিমা খাতুন, শহর সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আসাদুজ্জামান, মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ইয়াকুব আলী, প্রতিবন্ধী বিদ্যালয় ও পূনর্বাসন কেন্দ্রের সভাপতি বিলকিস আরা ফয়েজ। বক্তারা বলেন, প্রতিবন্ধী সুরক্ষা আইন বাস্তবায়নের মাধ্যমে তাদের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। তাদেরকে দেশের উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে। বর্তমান বাংলাদেশ সরকারের সহযোগতিায় প্রতিবন্ধীরা এখন আরা সমাজের বোঝা নয়, তারা উন্নয়নের অংশিদার। তাদেরকে সামাজিকভাবে সহযোগিতা করতে পারলে তরাও দেশের কাজে লাগবে। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সমাজসেবা কার্যালয়ের প্রবেশনাল অফিসার মোঃ মুনির হোসেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest