দিনাজপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে ২১শে আগষ্টের ভয়াবহ গ্রেনেড হামলায় শাহাদত বরণকারী শহীদদের স্মরনে দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২০

দিনাজপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে ২১শে আগষ্টের ভয়াবহ গ্রেনেড হামলায় শাহাদত বরণকারী শহীদদের স্মরনে দোয়া মাহফিল অনুষ্ঠিত

চৌধুরী নুপুর নাহার তাজ
দিনাজপুর জেলা প্রতিনিধি
আজ দিনাজপুরে জেলা আওয়ামীলীগের উদ্যোগে ‘২১ আগষ্টের ভয়াবহ গ্রেনেড হামলায় নৃশংসভাবে শাহাদত বরণকারী শহীদদের স্মরণে’ সংক্ষিপ্ত আলোচনা ও দো’আ মাহফিল অনূষ্ঠিত হয়।
সকাল ১১টায় বাসুনিয়াপট্টিস্হ দলীয় কার্য্যালয়ে সংগঠনের সহসভাপতি ও ত্রাণ পরিচালনা কমিটির আহবায়ক মোঃ আলতাফুজ্জামান মিতার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন প্রবীন সমাজ সংগঠক, সিনিয়র সিটিজেন জেলা কমিটির সহসভাপতি আবুল কালাম আজাদ, জেলা কমিটির সহসভাপতি এবং দিনাজপুর-১ এর মাননীয় জাতীয় সংসদ সদস্য বাবু মনোরঞ্জনশীল গোপাল, জেলা কমিটির সহসভাপতি ও রেডক্রিসেন্ট সোসাইটির দিনাজপুর ইউনিটের ভাইস চেয়ারম্যান বজলুল হক, জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক ‘আওয়ামী কন্ঠে’র সম্পাদক মির্জা আশফাক হোসেন এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ত্রাণ পরিচালনা কমিটির সদস্য সচিব ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, জেলা কমিটির নেতা ও বিরল উপজেলা কমিটির চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু, জেলা পরিষদের সদস্য ও পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট রবিউল ইসলাম রবি, সাবেক ছাত্রনেতা ও জেলা তাঁতীলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম আলাল প্রমূখ। শহীদদের আত্মার পরম শান্তি ও মাগফেরাত কামনা করে দো’আ মাহফিল পরিচালনা করেন সাবেক সিভিল সার্জণ ও জেলা কমিটির স্বাস্হ্য সম্পাদক আলহাজ্ব ডাঃ মোঃ আব্দুল করিম। কর্মসূচীতে আরও যাঁরা উপস্হিত ছিলেন তাঁরা হলেন, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট হাসান ইমাম নয়ন, দিনাজপুর জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে দল সমর্থিত এবং বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মনোনীত ‘সভাপতি’ পদপ্রার্থী বীর মূক্তিযোদ্ধা এ্যাডভোকেট কাজেমউদ্দিন আহমেদ, ‘সাধারণ সম্পাদক’ পদ প্রার্থী জেলা কমিটির সদস্য সাবেক যুব নেতা আলহাজ্ব সাইফুল ইসলাম এ্যাডভোকেট, স্পেশাল পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট সামসুর রহমান পারভেজ, সাবেক ছাত্র ও যুব নেতা সৈয়দ সালাউদ্দিন দীলিপ, জেলা তাঁতীলীগের সদস্য সচিব শান্ত, অধ্যাপক মাসুদ হোসেন, সৈয়দা সুলতানা ফেরদৌসী, রোমান প্রমূখ।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest