ঢাকা ৮ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৯
ময়মনসিংহ ব্যুরোঃটাঙ্গাইলের ঘাটাইলে গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে কমলা আক্তার(১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। উপজেলার দেওপাড়া ইউনিয়নের মলাজানি গ্রামে শনিবার বিকালে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও নিহতের পরিবার জানায় সূত্রে জানা যায়, উপজেলার মলাজানি গ্রামের সৌদি আরব প্রবাসী নূরুল ইসলামের মেয়ে কমলা আক্তার দীর্ঘদিন ধরে পেটের পীড়ায় ভুগছিলেন। ঘটনার দিন দুপুর ২টার দিকে কমলা আক্তারের মা মনোয়ারা বেগম বাড়ির পাশের মাঠে ছাগল চড়াতে যায়। এসময় বাড়ি ফাঁকা পেয়ে ঘরের দরজা বন্ধ করে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহনন করেন। নুরুল ইসলামের চার মেয়ের মধ্যে কমলা সবার ছোট। সে এবার উপজেলার ধলাপাড়া চন্দন বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। এলাকাবাসী ঘরে আগুন দেখে তাকে অর্ধপোড়া অবস্থায় উদ্ধার করে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কি কারণে গায়ে কেরোসিন দিয়ে আত্মহনের পথ বেছে নিয়েছে তা সঠিক করে বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST