১৫ আগস্টের নৃশংসতা শেখ রেহানাকে, গভীরভাবে নিবেদিতপ্রাণও করে তুলেছিল |

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২০

১৫ আগস্টের নৃশংসতা শেখ রেহানাকে, গভীরভাবে নিবেদিতপ্রাণও করে তুলেছিল |

মোহাম্মদ মাহমুদুল হাসান |
ঢাকা |

১৯৭৫ সালের এক অভিশপ্ত ভোরে তারা দুজনই হারিয়েছিলেন পরিবারের সবাইকে। সেই ভয়ংকর সময়ে বাংলাদেশ থেকে ৭ হাজার ৭শ ৩০ কিলোমিটার দূরে বেলজিয়ামে থাকার কারণে প্রাণে বেঁচেছিলেন দুই বোন শেখ রেহানা এবং শেখ হাসিনা। বলা বাহুল্য সেই থেকে কিছুই আর আগের মত থাকেনি এই দুই নারীর জীবনে। সবকিছু বদলে গিয়েছে। তারুণ্যের যে সময়টিতে তার উচ্ছ্বলতার স্রোতে ভেসে যাওয়ার কথা সে সময়েই তাকে থমকে যেতে হয়েছে। যেখানে জীবনের নিশ্চয়তাই ছিল অনিশ্চিত সেখানে জীবনের আনন্দ উপভোগ করবার মত অবস্থা তার ছিল না কখনোই। জীবন নিয়ে ভয় আতঙ্ক কখনোবা তৎকালীন নোংরা রাজনীতির কড়াল গ্রাস তাকে তাড়া করে ফিরেছে জীবনভর। কিন্তু সংগ্রামের অমোঘ নেশা তাকে বাঁচিয়েছে বারংবার। তিনি জেগে উঠেছেন, ঘুরে দাঁড়িয়েছেন, জবাব দিয়েছেন, জয়ী হয়েছেন জীবনের অসম যুদ্ধে। ১৫ আগস্টের নৃশংসতা শেখ রেহানাকে যেমন দুর্বল করেছিল তেমনিভাবে আরেকদিক থেকে একরোখা এবং গভীরভাবে নিবেদিতপ্রাণও করে তুলেছিল। জীবিত দুই বোনকেই যে তাদের পরিবারের হত্যার বিচার করতে হবে তা তারা কড়ায় গণ্ডায় বুঝতে পারেন। ২০১৩ সালে লন্ডনে একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ব্যাপারে খোলামেলাভাবেই অনেক কথা বলেন শেখ রেহানা। কীভাবে একসময় প্রতিদিন যারা শেখ রেহানার কাছে আসত তারাও মুখ ফিরিয়ে নিয়েছিলেন সেসব দুঃসহ স্মৃতির কথা উঠে আসে সেই সাক্ষাতকারে। সেখানে তিনি সাফ জানিয়েছেন, তাজউদ্দীন ‘কাকা’র সঙ্গে বঙ্গবন্ধুর কোন দূরত্ব ছিল না। এছাড়াও খন্দকার মোশতাক যে চরম পর্যায়ের বিশ্বাসঘাতকতা করতে পারে সেকথাও তিনি বলেছিলেন। এ বিষয়ে তিনি বলেন- ইতিহাসের বাঁকে বাঁকে তো ব্রুটাস, মীর জাফরদের আবির্ভাব ঘটে, মোশতাকের আগমনও আমরা সেভাবেই দেখি। রেহানা বলেন, আমার দাদির মৃত্যুর পর মোশতাকের সেই অস্বাভাবিক কান্না এখনো আমার চোখে ভাসে। আব্বাসহ আমরা সবাই ছিলাম শোকে কাতর। কিন্তু একমাত্র মোশতাকই তখন মাঠিতে গড়াগড়ি করে কান্নাকাটি করছেন, যা অনেককেই অবাক করেছে। তখন তো আর বুঝতে পারিনি- আব্বার বিশ্বাসে ঢুকতে এ ছিল তার অভিনয়। বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর যে মিথ্যা আর কলুষের দেয়াল অন্ধকার করে রেখেছিল গোটা জাতিকে- সেই মিথ্যার দেয়ালে তিনিই প্রথম আঘাত করেন। ১৯৭৯ সালের উত্তাল সময়ে যখন জননেত্রী শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করছিলেন, তখন স্টকহোমে সর্ব ইউরোপীয় বাকশালের সম্মেলনে শেখ রেহানা প্রতিনিধিত্ব করেছিলেন শেখ হাসিনার পক্ষে। সেখানেই তিনি জীবনে প্রথমবারের মত কোন রাজনৈতিক সমাবেশে বক্তব্য রাখেন। সেবারই প্রথম আন্তর্জাতিক কোন সম্মেলনে ৭৫’র কলঙ্কজনক হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। সেই সম্মেলনে রাখা বক্তব্যে তিনি ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, জাতিসংঘ মহাসচিব, অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালের চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সংগঠনের প্রধানদের কাছে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার হত্যার বিচার চান। কান্নাজড়িত কণ্ঠে তার সেই আবেগঘন বক্তব্য আজো বিশ্ববাসী স্বমহিমায় লিপিবদ্ধ করে রেখেছে, পৃথিবীর ইতিহাসে তা রয়ে গেছে চিরন্তন উদাহরণ হিসেবে। জীবনের সব মুহূর্তেই শেখ রেহানা ১৫ আগস্টের ভয়াল হত্যাকাণ্ডের বিচার পেতে সর্বদা সচেষ্ট ছিলেন। এরই ধারাবাহিকতায় ৭৯ সালের জুনে আগরতলা ষড়যন্ত্র মামলার বিশিষ্ট কৌঁসুলি ব্রিটিশ আইনজীবী স্যার টমাস উইলিয়ামসের সঙ্গে যোগাযোগ করেন তিনি। দিল্লিতে অবস্থানরত বড়বোন শেখ হাসিনার সঙ্গে শলা পরামর্শ করে তিনি সর্ব ইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদ গঠন করেন। পরবর্তীতে স্যার টমাস উইলিয়ামসকে সর্বসম্মতিক্রমে সভাপতি পদটি দেওয়া হয়।
পরবর্তীতে ১৯৮০ সালে যখন শেখ হাসিনা তার দুই সন্তানকে নিয়ে দিল্লি থেকে লন্ডনে যান তখন উইলিয়ামস ব্রিটিশ পার্লামেন্টে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান। শেখ হাসিনা আমন্ত্রণ রক্ষা করে বঙ্গবন্ধু হত্যার তদন্ত কমিশন গঠন করার দায়িত্ব নিতে স্যার উইলিয়ামসকে অনুরোধ করেন। এরই ধারাবাহিকতায় পরবর্তীতে ১৯ সেপ্টেম্বর লন্ডনের হাউস অব কমন্সের নিকটবর্তী কুন্দুন রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে স্যার উইলিয়ামসন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের তদন্ত কমিশন গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেন। এই কমিশনের চেয়ারম্যান ছিলেন টমাস উইলিয়ামস। এছাড়াও এই কমিশনে ছিলেন সদস্যরা হলেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী বিখ্যাত আইরিশ আইনজীবী সন ম্যাকব্রাইড, লেবার পার্টির আইনবিষয়ক মুখপাত্র জেফরি টমাস কিউসি এমপি এবং সলিসিটার অব্রে রোজ। বঙ্গবন্ধু হত্যার বিচারে আন্তর্জাতিক এই তদন্ত কমিটির ভূমিকা অপরিসীম ছিল। ছয় বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে স্বদেশভূমিতে ১৯৮১’র সালের ১৭ মে ফিরে আসেন শেখ হাসিনা। ১৯৯৬ সালের ১২ নভেম্বর জাতীয় সংসদে কুখ্যাত ‘ইনডেমনিটি’ অধ্যাদেশ বাতিল করা হয়ে গেলে বঙ্গবন্ধুর খুনিদের বিচার শুরু করা যায়। তবে ১৯৭৯ এই এই কাঙ্খিত বিচারের বীজ বপন করা হয়েছিল। ১৯৯৬ সালে দলকে ক্ষমতায় ফেরান শেখ হাসিনা। ২০০১ সালে বিএনপি-জামাত জোট ক্ষমতায় আসার তিন বছরের মাথায় পুনরায় কালো থাবা পড়ে এই ঐতিহ্যবাহী দলটির কাণ্ডারী শেখ হাসিনার ওপর। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম হামলাটি হয় ২১ আগস্টে। ২০০১ সালে দলীয় কার্যক্রমে নিয়মিত ছিলেন শেখ রেহানা। কিন্তু ভাগ্যগুণে সেই নির্দিষ্ট দিনটিতে বোনকে বাসায় রেখেই বঙ্গবন্ধু এভিনিউয়ে সমাবেশে যোগ দিতে যান তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা। সেই দিনটির কথা স্মরণ করে শেখ রেহানা ‘হাসিনা: আ ডটার’স টেল’ নামের প্রামাণ্যচিত্রে বলেন, ‘আমি খুব অনুরোধ করলাম আপাকে, আপা আমি যাই তোমার সাথে আজকে। তো উনি বললেন, ‘না, তুমি বাসায় থাকো, তোমার যেতে হবে না’
‘না আমি যাই তোমার সাথে, আজকে যাব আমি। (আপা বললেন) ‘না তুমি যাবা না’। আমি তখন অভিমান করে, খুব রাগ… ছোটবেলার মতই ধামধুম করে ঘরের ভিতর চলে গেলাম।’
২১ আগস্ট যখন শেখ হাসিনা সুধা সদনে তার গাড়িতে ফিরেছিলেন তখন তার সারাশরীরে/মুখে রক্ত লেগেছিল। সেই দুর্বিষহ স্মৃতিকথায় শেখ রেহানা বলেন, ‘এর মধ্যে আপার গাড়িটা এলো, এসে দাঁড়ালো। আমি সেখানে দাঁড়ানো। দেখলাম, আপার সমস্ত


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest