ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
রায়হান হোসাইন, চট্টগ্রাম মহানগর প্রধান-
ছিনতাইকারীদের কাছ থেকে ছিনতাই করা একটি মোবাইল ফোন, নগদ ৩ হাজার টাকা, একটি অস্ত্র, দুই রাউন্ড গুলি, একটি চাপাতি, একটি ছোরা, ২০০ পিস ইয়াবা ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) তাদের গ্রেফতারের বিষয়টি জানানো হয় পুলিশের পক্ষ থেকে।
তিন ছিনতাইকারী হলো- মো. সাহেদুল ইসলাম (২৫), মো. শাকিল হোসেন প্রকাশ রনি (২১) ও মো. সোহেল রানা (২২)।
এদের মধ্যে মো. সাহেদুল ইসলামের বিরুদ্ধে চারটি মামলা ও মো. শাকিল হোসেন প্রকাশ রনির বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (বায়েজিদ জোন) পরিত্রান তালুকদার বলেন, ২৯ সেপ্টেম্বর রাতে বায়েজিদ থানাধীন চা বোর্ডের সামনে ছিনতাইয়ের শিকার হন মোশাররফ হোসেন নামে এক ব্যক্তি।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST