ঘুষ বাণিজ্যে মাতোয়ারা চট্টগ্রাম বিআরটিএ! দালাল চক্রের হাতে জিম্মি জনসাধারণ

প্রকাশিত: ১১:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২০

ঘুষ বাণিজ্যে মাতোয়ারা চট্টগ্রাম বিআরটিএ! দালাল চক্রের হাতে জিম্মি জনসাধারণ

রায়হান হোসাইন, চট্টগ্রাম মহানগর প্রধানঃ-

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি, চট্টগ্রাম এ সীমাহীন দূর্নীতি চলছে। ঘুষ বানিজ্য মেলার ভয়ংকর রকমের আচরণ পরিলিক্ষিত এতে।

দায়িত্বে যারা আছেন তারা টাকা লেনদেনের অর্থাৎ ঘুষ এটিকে নিত্যপ্রয়োজনীয় দ্রবাদি কিংববা পৈতৃক সম্পতি বলে মনে করেন।

বেলাল নামক ব্যক্তি বলেন, আজ সাত দিন ধরে মোটযান রুট পারমিট নবায়ন করতে কাগজ জমা দিতে গেলে নানান অজুহাতে আমাকে হয়রানি করা হয় তবে হঠাৎ এক অজানা ব্যক্তি তা ১ ঘন্টায় জমা দেয় অবশ্য এতে রীতিমতো ২ হাজার টাকার খেসারত দিতে হয়।

বিষয়টি নিশ্চিত করতে উক্ত স্থানে বরাবরে মতো তাই দেখতে পাই।

উক্ত বিষয় জানতে দায়িত্বরত কর্মকর্তার সাথে কথা বলতে গেলে সে রেগে আগুন কারন তিনি সাংবাদিক পরিবারের সন্তান বলে নিজেকে দাবী করেন। ফিটনেস, পারমিট, রেজিষ্ট্রেশন, লাইসেন্স প্রতিটি শাখায় হরদমে চলছে আর হয়রানি আর ভোগান্তির শেষ নেই আম পাবলিকদের।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest