বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান!!!

প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২০

বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান!!!

চট্টগ্রাম মহানগর প্রধান-

মিরসরাইয়ে ১০নং মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এমএ কাশেম।

রবিবার (৪ অক্টোবর) উপজেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নির্বাচনে অন্য কোনো প্রার্থী না থাকায় উপ-নির্বাচনে এম এ কাশেম বেসরকারিভাবে নির্বাচিত ঘোষিত হয়েছেন।

এর আগে চেয়ারম্যান মো. খায়রুল আলমের মৃত্যুতে গত ২৬ আগস্ট ইউনিয়নটির চেয়ারম্যান পদ শূণ ঘোষণা করা হয়। এম এ কাশেম প্রয়াত চেয়ারম্যান খায়রুল আলমের ছোট ভাই ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো.ফারুক হোছাইন বলেন, ১০নং মিঠানালা ইউনিয়নের উপ-নির্বাচনে শুধুমাত্র একজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। ৩ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ছিল।

কিন্তু নির্বাচনে আর কোনো প্রার্থী না থাকায় এবং মনোনয়ন ফরমে কোন সমস্যা না থাকায় আজ ৪ অক্টোবর প্রার্থীকে এম এ কাশেমকে বিজয়ী ঘোষণা করা হয়। উপ-নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিলো ২০৫৬০ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১০৪৫৭ জন, এবং মহিলা ভোটার সংখ্যা ১০১০৩ জন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest