ইয়াবাসহ কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের কর্মচারী আটক!

প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২০

ইয়াবাসহ কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের কর্মচারী আটক!

রায়হান হোসাইন, চট্টগ্রাম বিভাগীয় প্রধান:-
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন কসমোপলিটন আবাসিক এলাকা থেকে ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়েছেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের খালেদ সাইফুল্লাহ টিপু (৫৭) নামে এক কর্মচারী।

শুক্রবার (১৬ অক্টোবর) ২৭ পিস ইয়াবাসহ পাঁচলাইশ থানা পুলিশের হাতে আটক হন খালেদ সাইফুল্ল্যাহ টিপু।

খালেদ সাইফুল্লাহ টিপু ফেনী জেলার সোনাগাজী থানাধীন রাজাপুর এলাকার আবুল হোসেন কানুনগোর ছেলে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিক্রয় সহকারী। তিনি কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সাবেক সভাপতি বলে জানা গেছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক বলেন, কসমোপলিটন আবাসিক এলাকা থেকে ২৭ পিস ইয়াবাসহ খালেদ সাইফুল্লাহ টিপু নামে একজন আটক হয়েছেন।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, খালেদ সাইফুল্লাহ টিপু ইয়াবার খুচরা বিক্রেতা। দীর্ঘদিন ধরে নগরের বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করে আসছেন তিনি।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest