বরিশালে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৯

বরিশালে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ আজ ১৪ ই ডিসেম্বর শনিবার সকাল ১১ টায়,জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ বরিশালে,বরিশালে যথাযথ মর্যাদায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ২০১৯ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ, মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার), পুলিশ সুপার বরিশাল মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল, তৌহিদুজ্জামান পাভেল, সাবেক এমপি ও সাধারণ সম্পাদক জেলা আওয়ামীলীগ বরিশাল তালুকদার মোহাম্মদ ইউনুস, সাংবাদিক ও সাংস্কৃতিজন এস এম ইকবাল, সভাপতি সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ বরিশাল কাজল ঘোষ, বীর প্রতীক কে এস এম মহিউদ্দিন মানিক, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম জি কবির ভুলুসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুধিজনরা উপস্থিত ছিলেন। পরে সকল অতিথিদের অংশগ্রহণে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ২০১৯ উপলক্ষে এক আলোচনা সভায় অতিথিরা আলোচনা করেন।আলোচনা সভার পূর্বে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল ৮ টায় জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ বুদ্ধিজীবী স্মৃতি ফলকে পুষ্পমাল্য অর্পণ করেন।

এছাড়া আজ বাদ জোহর কালেক্টরেট জামে মসজিদে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest