ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ, নভেম্বর ৮, ২০২০
এসএম স্বপন(যশোর)অফিসঃ
যশোরের বেনাপোল সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায়
১৪৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) রাতে বেনাপোল পোর্ট থানার মহিষাডাঙ্গা গ্রাম থেকে এ ফেনসিডিল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে,
বেনাপোল পোর্ট থানার এসআই রোকনুজ্জামান সংগীয় ফোর্স নিয়ে বেনাপোল পোর্ট থানাধীন মহিষাডাঙ্গা গ্রামস্থ নুরুজ্জামান এর মুদি দোকানের সামনে ইটের রাস্তার উপর থেকে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৪৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, এবিষয়ে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। মামলা নং-১৩, তাং- ০৭/১১/২০২০।
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST