ঢাকা ৮ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৯
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভির্যের মধ্যে দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) সকালে প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর মো. হারুনর রশীদ, উপ-উপচার্য মোহাম্মদ আলী জাতীয় ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন। পরে মৌন মিছিল বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। শহীদ বেদীদে ক্রমানুসারে পুষ্পার্পণ করেন উপচার্য অধ্যাপক ড. হারুনর রশীদ, উপ-উপচার্য অধ্যাপক মোহাম্মদ আলী, পবিপ্রবি ছাত্রলীগ, শিক্ষক-কর্মকর্তা পরিষদ, কর্মচারী সমিতি, সৃজনীবিদ্যানীকেতনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরাবতা পালন করা হয়। এসময় আলোচনা সভায় উপচার্য ড. হারুনর রশীদ, বুদ্ধিজীবী দিবস উৎযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. মো. আবুল কাসেম, উপ-উপচার্য মোহাম্মদ আলী প্রমুখ বক্তৃতা করেন।
একই সময়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST