চলো যাই বিশ্ব ভ্রমণে’র ৫০ দেশে শ্যুটিং

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২০

চলো যাই বিশ্ব ভ্রমণে’র ৫০ দেশে শ্যুটিং

বিনোদন রিপোর্টার: পরিচালক উপস্থাপক শিবচরের সোহেল’র পরিচালনা ও উপস্থাপনায় বিভিন্ন দেশের বিভিন্ন শহর নিয়ে নির্মাণাধীন এক ঘন্টা সময়ের সাপ্তাহিক টিভি অনুষ্ঠান চলো যাই বিশ্ব ভ্রমণে। ইতিমধ্যে কানাডা, দক্ষিণ কোরিয়া, ফিনল্যান্ড, রাশিয়া, তুরস্ক, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ড সহ বিশ্বের ১৫ টি দেশের ১৫ টি শহর নিয়ে ১৫ পর্বের শ্যুটিং শেষ হবার পর করোনা মহামারির কারনে গত জানুয়ারিতে কানাডা মিশন শেষে দীর্ঘ বিরতির পর নতুন করে আবার পরবর্তী প্রজেক্টের প্রস্তুতি চলছে। সাপ্তাহিক হিসেবে ছয় মাসের জন্য চব্বিশ দেশের চব্বিশ পর্ব রিজার্ভ হবার পর থেকে টিভিতে প্রচার শুরু হবে। এই অনুষ্ঠানের মাধ্যমে শিবচরের সোহেল’র উপস্হাপনায় জানা যাবে মহাদেশ ভিত্তিক একটি দেশের ভৌগলিক অবস্থান, আয়তন, ভাষা, শিক্ষা ব্যবস্হা, মানুষের জীবনযাত্রার মান, খাবার দাবার ও সংস্কৃতির নানান দিক, প্রসাশনিক আইন কানুন, ঐতিহাসিক ও দেখার মতো স্হানসমূহ, সেই দেশে কর্মরত বাঙ্গালীদের সাক্ষাৎকারে তুলে ধরা হয় বাংলাদেশে তাদের পূর্ণ ঠিকানা, সেখানের কাজকর্ম, আয় রোজগার সহ তাদের বিভিন্ন সুবিধা অসুবিধার বিস্তারিত তুলে ধরা হয়। বিশ্বের ৩২ টি দেশের নাম উল্লেখসহ শিবচরের সোহেল’র লেখা সুর ও সংগীত পরিচালনায় এই অনুষ্ঠানের টাইটেল গানের শিল্পী দেশের জনপ্রিয় প্রতিক হাসান। আরও ৯ দেশের ৯ পর্ব শ্যুটিং হবার পর তা টিভিতে প্রচার শুরু হবে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest