ঘাটাইলে সাবেক এমপি রানার নেতৃত্বে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপিত

প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০১৯

ঘাটাইলে সাবেক এমপি রানার নেতৃত্বে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপিত

শহিদুল ইসলাম সোহেল,ময়মনসিংহ ব্যুরো চীফঃটাঙ্গাইলের ঘাটাইলে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বিজয় দিবস উজ্জাপিত হয়েছে।আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক এমপি আমানুর রহমান খান রানা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার পুস্পস্তবক অর্পন করেছেন।

এ উপলক্ষে এমপি রানার নেতৃত্বে একটি বর্ণাঢ্য বিজয় র‍্যালি ঘাটাইলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন।পরে কলেজ মোড় চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি সুলতান মাহমুদ সুজন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক সাইফুর রহমান মিঞ্জু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আরিফ হোসেন, আনোহল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহজাহান, পৌর আওয়ামী লীগের আহবায়ক মোঃ খলিলুর রহমান তালুকদার, উপজেলা কৃষক লীগের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা তাতী লীগের আহবায়ক মোঃ খোরশেদ আলম, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সুমন খান বাবু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মানিক, ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কে বি ভুটান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ্ আল মামুন, সাধারন-সম্পাদক বিদ্যুৎ সরকার, রসুলপুর ইউনিয়ন আ.লীগের যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলাম মাস্টার, সন্ধানপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি গিয়াস উদ্দিন বাবু রসুলপুর ইউনিয়ন বঙ্গবন্ধু ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি,ডাঃআব্দুল মালেক সহ সর্বস্তরের নেতা কর্মী।

এ ছাড়াও আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest