ঘাটাইলে ১৮টি উন্নয়ন প্রকল্পের উদ্ভোদন করলেন বর্তমান এবং সাবেক সাংসদ

প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৯

ঘাটাইলে ১৮টি উন্নয়ন প্রকল্পের উদ্ভোদন করলেন বর্তমান এবং সাবেক সাংসদ

শহিদুল ইসলাম সোহেল, ময়মনসিংহ ব্যুরোঃ টাঙ্গাইলের ঘাটাইলে তিনটি ইউনিয়নে মোট ১৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।টাঙ্গাইল ০৩ ঘাটাইলের বর্তমান এবং সাবেক সাংসদ মিলে এসব কাজের উদ্বোধন এবং ভিত্তি প্রস্তর স্হাপন করেন। বুধবার (১৮ই ডিসেম্বর)টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পুর্বাঞ্চলে পাহাড়ি জনপদ সাগরদিঘী ইউনিয়ন,লক্ষিন্দর ও রসুলপুর ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় ইউনিয়নে ৪টি পাকা রাস্তা,১৪টি শিক্ষা প্রতিষ্ঠান মোট ১৮টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন বর্তমান টাঙ্গাইল(৩) ঘাটাইল আসনের স্থানীয় সাংসদ আতাউর রহমান খান,সাবেক সাংসদ আমানুর রহমান খান রানা । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল ইসলাম,লক্ষিন্দর ইউপি চেয়ারম্যান,আলহাজ্জ মোঃ একাব্বর আলী,রসুলপুর ইউপি চেয়ারম্যান মোঃ এমদাদুল হক সরকার, উপজেলা সাবেক ভাইস চেয়োরম্যান মোহাম্মদ আরিফ হোসেন,রসুলপুর ইউনিয়ন বঙ্গবন্ধু ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ আব্দুল মালেক সহ উপজেলা এবং ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ বিভন্ন অঙ্গসংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ। উন্নয়ন প্রকল্প গুলি হলো ভরাডোবা সাগরদিঘী ঘাটাইল মহাসড়ক উন্নয়ন,গারোবাজার সাগরদিঘী জিসি চেই মেরামত,সাগরদিঘী সরকারী প্রাথমিক বিদ্যালয় ১তলা ভবন ,সাগরদিঘী বালিকা উচ্চ বিদ্যালয়,বিদ্যমান ভবনের উপর উর্ধ্বমুখী সম্প্রসারন, ভবন, সাগরদিঘী উচ্চ বিদ্যালয় ৪র্থ তলা ভবন ,সাগরদিঘী কলেজ নির্মান এবং মুরাইদ সিরাজ নগর দাখিলি মাদ্রাসার চারতলা ভবনের ভিত্তি প্রস্তর স্হাপন। এ উপলক্ষে গারোবাজার দাখিলি মাদ্রাসা প্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।লক্ষিন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব একাব্বর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আতাউর রহমান খান বলেন,ঘাটাইলবাসীর সকল দাবী পর্যায়ক্রমে পূরণ করা হবে।সাবেক সাংসদ আলহাজ্ব আমানুর রহমান খান রানা তার বক্তব্যে উল্লেখ করেন,ঘাটাইলের মানুষ দীর্ঘদিন যাবত অবহেলিত রয়েছে।আর নয়।এবার সবাইকে সাথে নিয়ে ঘাটাইল কে একটি সমৃদ্ধ এবং মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো।এসময় আরও বক্তব্য রাখেন ঘাটাইলের ইউএনও কামরুল ইসলাম।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest