সেনবাগে গৃহবধূকে জবাই করে হত্যা,ঘাতক স্বামী থানায় আটক।

প্রকাশিত: ৯:৪৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২১

সেনবাগে গৃহবধূকে জবাই করে হত্যা,ঘাতক স্বামী থানায় আটক।

ফখরুদ্দিন মোবারক শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউপি’র সাদেকপুর গ্রামের ওয়ালী ভূঁইয়া বাড়ীতে তাহমিনা আক্তার মিনা (৫৫) নামের এক গৃহবধূকে গলা কেটে জবাই করে হত্যা করেছে তার স্বামী আবদুর ওরফে বাবুল ড্রাইভার।
মঙ্গলবার সকালে উপজেলার ওয়ালী ভূঁইয়া বাড়ীতে এই নির্মম হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত গৃহবধূর পিতার বাড়ী রাজশাহীতে। তিনি ২ ছেলে সন্তানের জননী বলে জানা গেছে।

ঘাতক স্বামী আবদুর রব বাবুল গত চার মাস পূর্বে সৌদি আরব থেকে দেশে আসে এবং টাকা পয়সার হিসাব নিকাশ নিয়ে স্ত্রীর সাথে ঝগড়া বিবাদে ও দ্বিধা ধন্ধে জড়িয়ে পড়ার এক পর্যায়ে তাকে খুন করা হয়েছে।
উক্ত খবর জানার সাথে সাথে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল বাতেন মৃধার নেতৃত্বে সংগীয় পুলিশ ফোর্স ঘটনার স্থলে পৌঁছে লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য নোয়াখালীর মর্গে প্রেরণ করেন।
পরে এ ঘটনার পুলিশ খুনি আবদুর রব প্রকাশ বাবুল ড্রাইভারকে আটক করে থানায় নিয়ে আসে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest