হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে রওশন এরশাদ

প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২১

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে রওশন এরশাদ

হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় জাতীয় সংসদের বিরোধী দলের নেতা রওশন এরশাদকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে তাকে ভর্তি করা হয়।

পরিবার জানিয়েছে, তিনি রোজা রাখছিলেন। প্রচণ্ড গরমে গতকাল বৃহস্পতিবার রওশন এরশাদের শরীরে পানিশূন্যতা দেখা দেয় ও পেটে গ্যাস হয়।

এ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার করোনাভাইরাস পরীক্ষা করা হলে ফলাফল নেগেটিভ আসে।

তবে বর্তমানে রওশন এরশাদ সুস্থ আছেন বলে জানিয়েছেন তার ছেলে ও রংপুর-৩ আসনের সংসদ সদস্য রাহগির আল মাহি (সাদ এরশাদ)।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest