ব্যবসায় ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়িকা পলি

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২১

ব্যবসায় ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়িকা পলি

মারুফ সরকার ,বিনোদন প্রতিনিধি : ঢাকাই সিনেমার একসময়ের আলোচিত নায়িকা পলি। দীর্ঘদিন ধরে পর্দার আড়ালেই রয়েছেন তিনি। তাকে সর্বশেষ দেখা গিয়েছে ২০১২ সালে ‘এক নম্বর আসামী’ সিনেমায়। পলি এখন কোথায়, কী করছেন এমনই নানা প্রশ্ন সিনেমাপ্রেমীদের মনে। খোঁজ নিতে গিয়ে জানা গেল, সিনেমা ছেড়ে নায়িকা এখন ব্যবসায় ব্যস্ত সময় পার করছেন।

পলি বলেন, ‘বর্তমানে স্বামী-সন্তানের সঙ্গে গুলশানে থাকছি। এগ্রো বিজনেস করছি। পোল্ট্রি ফিডের একটা কোম্পানি আছে আমাদের। ওই কোম্পানির ডিরেক্টর আমি। পাশাপাশি একটা বুটিক হাউজও পরিচালনা করছি।’

তিনি আরও বলেন, ‘সিনেমায় প্রতিষ্ঠা পেতে অনেক পরিশ্রম করেছি। অনেক সিনেমা প্রযোজনাও করেছি। রোদের মধ্যে দাঁড়িয়ে শুটিং করতে হয়েছে। একটা চরিত্র ফুটিয়ে তুলতে অনেক কষ্ট করতে হয়েছে। এত কষ্ট করেছি, সেটার ফলাফল ওইভাবে পাইনি। যদি আয়ের দিক দিয়ে হিসেব করি তখন আমার কষ্ট হয়েছে বেশি, কিন্তু আয় হয়েছে কম। এখন আমার কষ্ট কম, আয় হচ্ছে বেশি। এক্ষেত্রে আমি বলতে পারি আগের তুলনায় ভালো আছি।’একসময়ের জনপ্রিয় এই নায়িকা বলেন, ‘সিনেমা না করলেও এখনো নায়িকা হিসেবে একটা আলাদা সম্মান পাই। এজন্য গর্ববোধ হয়। বাংলাদেশে ১০০ পপুলার নায়িকা থাকলে আমি নিজেকে তাদের একজন মনে করি।’


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest