খাগড়াছড়ি জেলার কৃত্রিমসন্তান আশুতোষ নাথ বৃত্তি নিয়ে পিএইচডি করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের।

প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, জুন ১০, ২০২১

খাগড়াছড়ি জেলার কৃত্রিমসন্তান আশুতোষ নাথ বৃত্তি নিয়ে পিএইচডি  করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের।

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
কুলছুম আক্তার

বৃত্তি নিয়ে পিএইচডি করার জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন অ্যাটর্নি জেনারেল অফিসে এতদিন সততা ও দক্ষতার সাথে অফিস সহকারী কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে থেকে আইটি বিষয়ে দক্ষতা ও সততার সাথে দায়িত্ব পালনকারী আশতোষ নাথ।
খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানার পান্নাবিল গ্রামের শ্রী মিলন নাথের পুত্র আশুতোষ নাথ আগামী ১২ আগস্ট ২০২১ ইং তার স্ত্রী গান্ধী দেবীসহ যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিবেন। সেখানে University of Massachusetts, Boston এ Medicine and Synthetic Organic Chemistry এর উপর পিএইচডি করবেন Fall- 2021 সেমিস্টার থেকে এবং একই বিশ্ববিদ্যালয়ে Teaching Assistant হিসেবে কাজ করবেন।
আশুতোষ নাথ ২০০৮ সালে মানিকছড়ি রানী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ২০১০ সালে মানিকছড়ি গিরী মৈত্রী কলেজ থেকে এইচএসসি, ২০১৪ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন চট্টগ্রাম হাজী মুহাম্মদ মহসিন কলেজ থেকে রসায়নে বি এস-সি ( অনার্স), ২০১৯ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ( বুয়েট) থেকে রসায়নে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
ইতিমধ্যে আশুতোষ নাথের গবেষণা বিষয়ে তিনটি আর্টিকেল আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।
আমি তার বৃত্তি প্রাপ্তিতে অভিনন্দন জানাচ্ছি ও উত্তরোত্তর সাফল্য কামনা করছি।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest