ঢাকা ৮ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৯
শহিদুল ইসলাম সোহেল,ময়মনসিংহ ব্যুরোঃ সখীপুর উপজেলার ভিক্ষুকদের পুনর্বাসনের আওতায় এনে এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে সখীপুর উপজেলাকে ভিক্ষুকমুক্ত করার ঘোষণা দিয়েছেন সখীপুর উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুর রহমানের পক্ষ থেকে এ উপলক্ষে জনসাধারণকে অবহিত করার জন্য আজ বুধবার (২৫ ডিসেম্বর) দিনব্যাপী পৌর শহরে মাইকিং করা হয়। জানা যায় “মুজিববর্ষ” উদযাপন ও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী “ভিক্ষুক পুনর্বাসন এবং বিকল্প কর্মসংস্থান” শীষর্ক কর্মসূচি বাস্তবায়নের জন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য কোনো ভিক্ষুককে সরাসরি ভিক্ষা বা আর্থিক সহায়তা না দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়। ভিক্ষুকদের বিকল্প কর্মসংস্থানে সহায়তা করতে আগ্রহী ব্যক্তিগণকে সখীপুর উপজেলা সমাজসেবা অফিসের “ভিক্ষুক পুনর্বাসন এবং বিকল্প কর্মসংস্থান শীর্ষক হিসাব নং-০২০০৩৫১০, সোনালী ব্যাংক লিমিটেড, সখীপুর শাখা, টাঙ্গাইল এ আর্থিক সহায়তা প্রদান করতে অনুরুধ করা হয়েছে। এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুনসুর আহমেদ বলেন, “মুজিববর্ষ” উদযাপন উপলক্ষে আগামি ১জানুয়ারি থেকে ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করে সারাদেশের ন্যায় সখীপুর উপজেলাকেও ভিক্ষুকমুক্ত করার লক্ষ্যে উপজেলা প্রশাসনকে সর্বাত্বক সহযোগিতা করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে। সেই সাথে বহিরাগত ভিক্ষুকদেরকে নিজ নিজ এলাকায় চলে যাওয়ার জন্য বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST