টাঙ্গাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১২টি বাংলা ড্রেজার ধ্বংস

প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৯

টাঙ্গাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১২টি বাংলা ড্রেজার ধ্বংস

শহিদুল ইসলাম সোহেল,ময়মনসিংহ ব্যুরো চীফঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌর এলাকার লৌহজং নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগে রোববার (২৯ ডিসেম্বর) ১২টি বাংলা ড্রেজার পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। জানা যায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান রোববার সকালে এ অভিযান পরিচালনা করেন। এসময় বালু উত্তোলনের অভিযোগে নদীতে থাকা ১২টি অবৈধ বাংলা ড্রেজার আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। নদী খনন প্রসঙ্গে শাহরিয়ার রহমান বলেন, প্রকেল্পর একটি কাগজ আমরা পেয়েছি কিন্তু আনুষ্ঠানিকভাবে এ পর্যন্ত কোন কাজ শুরু হয় নাই। আজকে লৌহজং নদীতে অভিযান চালিয়েছি। যতগুলো অবৈধ ড্রেজার পেয়েছি আমরা ধ্বংস করেছি। এ অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, লৌহজং নদী খনন প্রকল্পে নাম করে স্থানীয় প্রভাবশালী অবৈধ বালু ব্যাবসায়ীরা দীর্ঘদিন যাবত এলেঙ্গায় এ নদীতে বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিল।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest