ফ্লোরিডা স্টেট আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৬তম জাতীয় শোক দিবস পালন

প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২১

ফ্লোরিডা স্টেট আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর  ৪৬তম জাতীয় শোক দিবস পালন

চট্টগ্রাম ব্যুরো: গত ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ফ্লোরিডা স্টেট আওয়ামীলীগের আয়োজনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল স্থানীয় সাফরন এন্ড কারী রেস্টুরেন্টে ষ্টেট আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শাহীন মাহমুদের সভাপতিত্বে ও সাবেক ৯০ এর গন আন্দোলনের ছাত্রনেতা সাধারণ সম্পাদক মুজিব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোল্লা ফজলুর রহমান।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি নান্নু আহমেদ,কুদরত-ই-খোদা প্রমুখ।আলোচনা সভার শুরুতে

কোরান তেলাওয়াত করেন সাদাত উদ্দীন,কবিতা আবৃত্তি করেন সহ সাধারণ সম্পাদক সালমা রহমান মিনু। প্রধান অতিথি ইন্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের ফাঁসির মধ্য দিয়ে জাতি কিছুটা দায়মুক্ত হয়েছে”।বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সান্নিধ্যে থেকে অনেক কাছ থেকে বঙ্গবন্ধুর নেতৃত্ব,সাদামাটা জীবন যাপন,দেশমাতৃকার প্রতি অঘাত ভালবাসার কথা স্মরণ করেন তিনি।

বিশেষ অতিথি ফজলুর রহমান বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের স্মৃতিচারণ করেন।বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্বে ছাত্রজীবন থেকেই নানা দাবী আদায়ের সংগ্রামে লিপ্ত ছিলেন। স্বাধীনতা বিরোধী রাজাকার দোসররা বাংলাদেশের স্বাধীতার স্থপতি ইতিহাসের এ মহামানবকে বুলেটের আঘাতে নির্মমভাবে সপরিবারে হত্যা করে বিশ্বাস ঘাতক ক্ষমতালোভী কুচক্রী মহল।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest