গোসল করতে নেমে মিলল গ্রেনেড!

প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২১

গোসল করতে নেমে মিলল গ্রেনেড!

কুমিল্লার লাকসাম নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজ ও নবাব বাড়ির দিঘী থেকে একটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে লাকসাম থানা পুলিশ এই গ্রেনেড উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, লাকসাম শহরের পশ্চিমগাঁও নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজের ও বাড়ির দিঘীতে শাহাদাত হোসেন সবুজ নামে এক যুবক গোসল করতে নামেন। এ সময় তার পায়ে শক্ত কোনো বস্তুর আঘাত লাগে। পরে তিনি ডুব দিয়ে কাদা মাটিসহ উপরে তুলে নিয়ে আসলে অনেকেই তা গ্রেনেড সন্দেহ করে পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ এসে তা উদ্ধার করে থানায় নিয়ে যায়।

লাকসাম থানার ওসি মেসবাহ উদ্দিন ভুইয়া বলেন, উদ্ধারকৃত ওই গ্রেনেডটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিংবা মুক্তিযুদ্ধকালে ব্যবহৃত অবিস্ফোরিত পরিত্যক্ত। এটি নিরাপদে ধ্বংস করার জন্য কুমিল্লা সেনানিবাসে চিঠি দেওয়া হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest