কুনিল্লার নাঙ্গলকোটে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশ কিছু দোকান সহ ভাড়া ঘর পুড়ে ছাই

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২১

কুনিল্লার নাঙ্গলকোটে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশ কিছু দোকান সহ ভাড়া ঘর পুড়ে ছাই

তানভীর আহমেদ (কুমিল্লা ব্যুরো ) : কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার পুরাতন ব্র্যাক অফিসের পাশে হরিপুর পশ্চিম পাড়া নামকস্থানে সোমবার সকালে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে আলিফ ভ্যারাইটিস দোকান ঘর,জান্নাত ভ্যারাইটিস দোকান ঘর,মহিনের চা,দোকান ঘর,জাহাঙ্গীরের দোকান ঘর,সেলিমের ভ্যারাইটিস দোকান ঘর,অভির ক্যামিকেল দোকান ঘর, জুয়েলের ভাড়াবাসা,রাসেলের ভাড়াবাসা,ছোটনের ভাড়া বাসা,এনজিও কর্মকর্তা লিটন চাকমার মোটরসাইকেল ও আসবাবপত্র,মাইন উদ্দিনের ভাড়া বাসা সহ ১৮ টি দোকান ঘর। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন। আগুন লাগার ১ ঘন্টা পর লাকসাম থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন,উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু ইউছুফ,যুবলীগ নেতা ও নাংগলকোট পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জহিরুল্লাহ মজুমদার সুমন সহ প্রমূখ।

ক্ষতিগ্রস্থ মো: রাসেল বলেন,সকাল আনুমানিক ৬ টার পর তার রুমের দক্ষিন পাশে আগুনের সুত্রপাত হয়। দ্রুত সময়ের মধ্যে আগুনে পুড়ে যায় ১৮টি দোকান ও ভাড়া দেয়া ঘর। আগুন লাগার পর পর লাকসাম ফায়ার সার্ভিসকে খবর দিলে, তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল বলেন, আগুনে প্রায় ১৮ টি দোকানঘর পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থদের তালিকা করে কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি)কার্যালয়ে পাঠানো হবে। তবে এখনো আগুন লাগার কারন জানা যায়নি।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest