আগামীকাল নাঙ্গলকোট পৌরসভার নিরুত্তাপ নির্বাচন কাউন্সিলর পদে ৫৪ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন

প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২১

আগামীকাল নাঙ্গলকোট পৌরসভার নিরুত্তাপ নির্বাচন কাউন্সিলর পদে ৫৪ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন

তানভীর আহমেদ (কুমিল্লা):  কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার সাধারণ নির্বাচনে কাউন্সিলর পদে ভোট হচ্ছে কাল । প্রথমবার নাঙ্গলকোট পৌরসভার ভোট হচ্ছে ইভি এম এর মাধ্যমে । ৯টি সাধারণ ওয়ার্ডে ৪৩ জন পুরুষ কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ১১ জন নারী কাউন্সিলর প্রার্থী নির্বাচনে অংশগ্রহন করছেন। ভোট কেন্দ্রের সংখ্যা রয়েছে ১১টি ও ভোট কক্ষের সংখ্যা রয়েছে ৬৪ টি। মোট ভোটার সংখ্যা হচ্ছে, ১৯ হাজার ৮শ ১১ জন। এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছে ৯হাজার ৯শ ২৬ জন ও মহিলা ভোটার হচ্ছে, ৯ হাজার ৮শ ৮৫ জন।

আগামীকাল ২০ সেপ্টেম্বও সকাল ৮ টা থেকে ৪ টা পর্যন্ত ইভিএম ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পৌরসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থিত প্রার্থীরা না থাকলেও বিভিন্ন ওয়ার্ডগুলোতে আওয়ামীলী সমর্থিত প্রার্থীরা নিজেদের মধ্যে প্রতিদ্বন্ধিতায় লিপ্ত হয়েছেন। মেয়র পদে বর্তমান মেয়র আব্দুল মালেক ছাড়া অন্য কোন প্রার্থী না থাকায় গত ২৫ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার লামইয়া সাইফুল বর্তমান মেয়র আব্দুল মালেককে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। উপজেলা নির্বাচন অফিস ইতিমধ্যে ভোট গ্রহণের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছেন। উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে নির্বাচনী কর্মকর্তাদের ই ভি এম প্রশিক্ষণ কার্যক্রমও সম্পন্ন করা হয়েছে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest