নোয়াখালীতে সড়ক দূর্ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মর্মান্তিক মৃত্যু।

প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২১

নোয়াখালীতে সড়ক দূর্ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মর্মান্তিক মৃত্যু।

ফখরুদ্দিন মোবারক শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধিঃ

আজ ১৮ ডিসেম্বর শনিবার দুপুর ১২টা নোয়াখালীর সোনাইমুড়ীর রামপুর ক্লাব সংলগ্ন কুমিল্লা- নোয়াখালী মহাসড়কে দূর্ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের এক ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়।
ছাত্রীর নাম সাবরিনা আক্তার মিতু (২৩), বাবার নাম- গোলাম মর্তুজা ভূঁইয়া,৭নং বজরা ইউনিয়ন, গ্রাম, শিলমুদ,আমজাদ ভূঁইয়া বাড়ী।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়-তিন বোনের মধ্যে মিতু সবার বড়। সে ছুটি কাটাতে গত কয়েকদিন আগে ঢাকা থেকে সোনাইমুড়ী পৌরসভায় নানার বাড়ী পশ্চিম রামপুর মোল্লা বাড়ীতে বেড়াতে আসেন। আজ দুপুর ১২ টার দিকে নানার বাড়ী থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা হন নোয়াখালী-কুমিল্লা সড়কের রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতিতে কুমিল্লা হতে দ্রুত গামী উল্টো পথে আসা ইট বোঝাই একটি ট্রাক (ফেনী ড- ১১-০১৬৭) মিতুকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে সোনাইমুড়ী থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছায়। এই ঘটনায় নিহতের নানার বাড়ী ও নিজ বাড়ীতে শোকের ছায়া নেমে আসে পুলিশ ট্রাকটি আটক করে থানায় নিয়ে যায় ও ঘাতক ড্রাইভার পলাতক রয়েছেন।

এ ব্যাপারে সোনাইমুড়ী থানায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest