ঢাকা ৭ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২২
“শোভনছড়ি উচ্চ বিদ্যালয়” এর নামে ৯৬ (ছিয়ানব্বই) শতক ভূমি রেজিস্ট্রি কবলা সম্পন্ন , ভূমি ক্রয়ের সম্পূর্ণ অর্থ বহন করল শোভনছড়ি প্রবাসীবৃন্দ।
জীবনের জন্য শিক্ষা এরই লক্ষ্যে ২০২২ ইংরেজী শিক্ষাবর্ষ থেকে বায়নাকৃত জায়গার উপর পাঠদান কার্যক্রম শুরু করেছিল “শোভনছড়ি উচ্চ বিদ্যালয়” আজকে ৯৬ শতক ভূমি রেজিস্ট্রি কবলার মাধ্যমে তা পূর্ণতা হইল।
বলাবাহুল্য উল্লেখিত ৯৬ শতক ভূমিক্রয়ের যাবতীয় অর্থ বহন করল শোভনছড়ি প্রবাসীবৃন্দ , জানামতে দেশের জন্য ইহা একটি বিরল দৃষ্টান্ত।
প্রবাসীরা দিন-রাত পরিশ্রম করে সংসারের মৌলিক চাহিদা মেটানোর পর এলাকার শিক্ষার মান উন্নয়নে এতবড় ভূমিকা রেখেছেন । ধন্যবাদ দিয়ে আপনাদেরকে ছোট করবনা, আপনাদের কাছে গোটা শোভনছড়িবাসী কৃতজ্ঞ। অবহেলিত জনগোষ্ঠীকে শিক্ষার আলোকে আলোকিত করার জন্য আপনাদের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
ধন্যবাদ জ্ঞাপন করছি স্থানীয় ইউ.পি চেয়ারম্যান, ইউ.পি সদস্য, এলাকার সচেতন নাগরিকবৃন্দ , স্থানীয় সংবাদকর্মী ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ।
আলহামদুলিল্লাহ সকলের দোয়া ও আস্থায় আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আমাদের স্বপ্নের বিদ্যালয়র শ্রেণী কার্যক্রম সহ অন্যান্য অবকাঠামো উন্নয়ন শিক্ষার স্বার্থে । আমরা সর্বদলীয়, সর্বপেশাদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছি যাহা আমাদের অসমাপ্ত কার্যক্রমকে ত্বরান্বিত করবে ।
এ ব্যাপরে যার যার অবস্থান থেকে সার্বিকভাবে সহযোগিতার জন্য বিনীতভাবে অনুরোধ করছি ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST