নেট দুনিয়ায় জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন আরিয়ান মির্জা

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২২

নেট দুনিয়ায় জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন আরিয়ান মির্জা

 আরিয়ান মির্জা, পেশায় একজন পুলিশ অফিসার হয়েও ধ্যানে-জ্ঞানে সংগীত কে আঁকড়ে রেখেছেন। টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলায় বীর মুক্তিযোদ্ধা মির্জা আব্দুস সালামের ঘরে আজকের দিনে জন্ম তার। দুই বোন দুই ভাই এর ছোট সে ছোটবেলা থেকেই শিল্প-সংস্কৃতির দিকে ছিল ঝোঁক।

এই প্রজন্মের উদীয়মান শিল্পী আরিয়ান মির্জা ইতিমধ্যে অসংখ্য গুণীজনের লেখায় গান করেছেন। লুৎফর হাসান এর লেখা ‘কত পথ বাকি”, মেহেদি হাসান লিমন এর লেখা “নিঝুম দুপুর” , রবিউল ইসলাম রবি এর লেখা “তোমায় নিয়ে লেখা” ও “মুঠো মুঠো স্বপ্ন” সাইদ রাহমান এর লেখা “না বলে হারিয়ে গেলে” সোহাগ ওয়াজিউল্লাহ এর লেখা “চেয়েছি তোমায়” নাফিস এর লেখা “অনধিকার চর্চা”, নোমান বিবাগী এর লেখা “ভালো নেই আমি”, সাজ্জাদ রাফি এর লেখা “তোমায় দেখলে”ও “ছুঁয়ে দিলাম”, কাশফিয়া আখি – হাবিব মোস্তফা এর লেখা “তুইহীন একটা দিন”, মশিউর শুভ এর লেখা “সমুদ্র কাহিনী”, আকাশ এর লেখা “প্রেম নামের কল্পনা” সহ আরো অনেক গীতিকবির লেখায় গান করেছেন আরিয়ান। পেশাগত দায়িত্বের পাশাপাশি গানের মাধ্যমে মানুষের মন জয় করার প্রত্যয় নিয়ে ছুটে চলা প্রিয় শিল্পীর আজ জন্মদিন। জন্মদিনের শুভেচ্ছা রইল এই শিল্পীর জন্য।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest