ফকির হজরত শাহ -এর ‘কত ভালোবাসি’

প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২২

ফকির হজরত শাহ -এর ‘কত ভালোবাসি’

১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এই দিবসকে ঘিরে চারদিকে চলেছে নানা আয়োজন। এদিকে, দেশের সংগীতাঙ্গনেও লেগেছে ভালোবাসা দিবসের হাওয়া। অনেকেই নতুন গান নিয়ে আসছে বাজারে।

তারই ধারাবাহিকতায় আসছে ‘কত ভালোবাসি’। ফকির হজরত শাহ -এর কথা ও সুরে গানটি গেয়েছেন কন্ঠশিল্পী পারভেজ। আইডিয়া জোন এন্টারটেইনমেন্টের ব্যানারে এটি বাজারে আসবে ১৪ ফেব্রুয়ারি। এমনটাই জানালেন ফকির হজরত শাহ।

তিনি বলেন, ভালোবাসা দিবসের গান ‘কত ভালোবাসি’। এটি পারভেজের সাথে তৃতীয় কাজ। দারুণ গেয়েছে সে। আশাকরি সবার লাগবে।

উল্লেখ্য, এসময়ের ব্যস্ত গীতিকার ও সুরকার ফকির হজরত শাহ। ইতোমধ্যে মিডিয়া পাড়ায় পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি। দেশের কিংবদন্তি কন্ঠ শিল্পী দিলরুবা খান থেকে শুরু করে রাজু মন্ডল গেয়েছেন তার গান।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest