ঢাকা ২৬ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২০
শহিদুল ইসলাম সোহেল,ময়মনসিংহ ব্যুরো চীফঃ টাঙ্গাইলের মধুপুরে সোমবার(৬ জানুয়ারী) সন্ধা আনুমানিক সাড়ে সাতটার সময় শহরের মধুপুর সাথী সিনেমা হল রোডে রেখা জুয়েলার্সে এক দুদর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। মুখোশধারী ৫/৬ জনের সংঘবদ্ধ ডাকাত দল অতর্কিত জুয়েলারি দোকানে প্রবেশ করে দেশী অস্র বের করে মালিক দুর্লভ কর্মকারকে রড দিয়ে অাঘাত করে ও অন্যরা তৈরী সব গহনাপত্র কয়েক মিনিটের মধ্যেই দু’টি ব্যাগ ভর্তি করে ৬০ ভরি স্বর্ণঅলংকার এবং নগদ ৩৫ হাজার টাকা নিয়ে ককটেল ফাটিয়ে দৌড়ে উত্তর দিকে চলে যায়। একদিকে ডাকাতির সময় বাহিরে থাকা ডাকাত দলের ক’জন অনবরত ককটেল ফাটিয়ে এলাকায় অাতঙ্কের সৃষ্টি করে। রেখা জুয়েলার্সের মালিক দুর্লভ কর্মকার জানান ৫/৬ জন ডাকাত মুখ ঢেকে অতর্কিত ভাবে প্রবেশ করে এবং লোহার রড, চা’পাতি, কুড়াল ও চাকু বের করে ভয় দেখায় ও অামাকে রড দিয়ে কয়েকটি অাঘাত করে।ডাকাতরা দ্রুত গহনাপত্র ভরে নিয়ে উত্তর দিকে চলে যায়। ডাকাতির এখবর ছরিয়ে পরলে দ্রুত লোকজন ভিড় জমায়, খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শহরের চতুর্দিকের বিভিন্ন রাস্তায় অভিযান চালাচ্ছেন বলে মধুপুর থানার এস আই মোঃ রাসেল জানান। ডাকাতির ঘটনা শুনে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা, উপজেলা চেয়ারম্যান মোঃ ছরোয়ার অালম খান আবু, ভাইস চেয়ারম্যান শরিফ আহমেদ নাসির ,পৌর মেয়র মাসুদ পারভেজ, মধুপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি মোঃ ছিদ্দিক হোসেন খান আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট ইয়াকুব আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলের উত্তর দিকে কয়েক শ গজ দূরে রাখা একটি টিকটিকি পিকঅাপ এ উঠে ডাকাত দল দ্রত উত্তর দিকে চলে যায়। উল্লেখ্য,কয়েকদিন আগেও একই রাতে মধুপুরে দুটি পেট্রোল পাম্পে ডাকাতি হয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST