ভোলায় গুলি করে হত্যার ঘটনায় দুমকি ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২২

ভোলায় গুলি করে হত্যার ঘটনায় দুমকি  ছাত্রদলের বিক্ষোভ

বিশেষ প্রতিনিধিঃ ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় স্বেচ্ছাসেবক দলের এক নেতার মৃত্যুর ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছে দুমকি উপজেলা ছাত্রদল। ছাত্রদল নেতারা বলেছেন, ভোলায় পরিকল্পিতভাবে গুলি করেছে পুলিশ। পুলিশ দিয়ে হামলা-মামলা-গুম করে দলের নেতা-কর্মীদের ‘কাঙ্ক্ষিত লক্ষ্য’ থেকে সরাতে পারবে না সরকার।মঙ্গলবার বিকেলে দুমকি ছাত্রদলের আহ্বায়ক চাকলাদার গোলাম সরোয়ার ও সদস্যসচিব মোঃ সুমন শরীফের নেতৃত্বে দুমকি নতুন বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিএনপি দলীয় কার্যালয় এর সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়৷

সমাবেশে গোলাম সরোয়ার বলেন, ‘ভোলায় পুলিশ পরিকল্পিতভাবে বিএনপির মিছিলে গুলিবর্ষণ করেছে। পুলিশ দিয়ে হামলা-মামলা-গুম করে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে দূরে সরানো যাবে না। অচিরেই দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। সব অনাচারের বিচার এই দেশেই হবে এবং ন্যায় প্রতিষ্ঠিত হবে।বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনার দাবিতে রোববার ভোলা সদর উপজেলায় বিক্ষোভ সমাবেশ ডেকেছিল বিএনপি। সেখানে পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এ সময় গুলিতে একজন নিহত হন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest