মধুপুরে ট্রাক ভর্তি বিপুল পরিমাণ চোরাই রাবার জব্দ করেছে ডিবি পুলিশ

প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২০

মধুপুরে ট্রাক ভর্তি বিপুল পরিমাণ চোরাই রাবার জব্দ করেছে ডিবি পুলিশ

শহিদুল ইসলাম সোহেল,ময়মনসিংহ ব্যুরোঃ টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলে অভিযান চালিয়ে ১৫ টন কাঁচা রাবার উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা(ডিবি উত্তর)এর একটি চৌকস টিম। বুধবার ভোরে মধুপুর বনের টাঙ্গাইল-জামালপুর সীমান্তবর্তী ধরাটি এলাকায় অভিযান চালিয়ে এ চোরাই রাবার উদ্ধার করা হয়।এ সময় রাবার বহনকারী ট্রাকটিও আটক করা হয়। টাঙ্গাইল উত্তর ডিবি পুলিশ সূত্রে জানা যায়, এসআই নুরুজ্জামানের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর উপজেলার চাঁদপুর রাবার বাগানের ধরাটি এলাকায় অভিযান চালায়। টের পেয়ে রাবার চোরাকারবারীরা চাঁদনী পরিবহণ নামের একটি ট্রাক ১৫ টন কাঁচা রাবার ভর্তিসহ ফেলে পালিয়ে যায়। পরে ট্রাকটি জব্দ করে ডিবি পুলিশ। চাঁদপুর রাবার বাগানের জেনারেল ম্যানেজার তারিক আজাদ ও ম্যানেজার বিশ্বজিৎ সেনগুপ্ত জানান, বাগানের সংগ্রহ করা এ রাবার পাচারের সময় উদ্ধার করা হয়েছে। জব্দকৃত রাবারের বাজার মূল্য কেজি প্রতি ৫/৭ টাকা উল্লেখ করা হলেও, রাবার বাগান সংশ্লিষ্ট একটি সূত্র জানায় উদ্ধার হওয়া ওই রাবারের মূল্য প্রায় সাড়ে ৭ লাখ টাকা। টাঙ্গাইল উত্তর ডিবি পুলিশের ওসি সাজ্জাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest