রক্ত দিলে মানুষের শরীরের কোন ক্ষতি হয় না — মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২০

রক্ত দিলে মানুষের শরীরের কোন ক্ষতি হয় না — মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রিফাত আহমেদ রাসেল, নেত্রকোনা প্রতিনিধিঃ রক্ত দিলে মানুষের শরীরের কোন ক্ষতি হয় না। রক্তের অভাবে প্রতি বছর অসংখ্য মানুষ মারা যায়। তাই প্রতিটি সুস্থ সবল মানুষকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি ।

শুত্রুবার দুপুরে নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার তেগরিয়া বাজারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে বিনা মূল্যে ১ হাজার জনের রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির
উদ্বোধন কালে এই কথা বলে প্রতিমন্ত্রী।

তিনি আরো বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু এদেশকে স্বাধীনতা এনে দিয়েছেন। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে বাংলাদেশ অদম্য অগ্রযাত্রায় দুর্বার গতিতে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। সারা বিশ্বের কাছে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।

‘করিলে রক্তদান, বেঁচে যাবে হাজার প্রাণ’ এই স্লোগানকে সামনে রেখে নেক্সাস রয়েল ক্লাবের আয়োজিত এই অনুষ্ঠানে নেক্সাস রয়েল ক্লাবের সভাপতি শেখ তারিক আকিজ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোর্শেদ, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক দীপক ধর গুপ্ত, রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান রাজু, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেজিস্টার ডাঃ মোঃ জুনাইদ প্রমূখ। ##


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest