হিলি স্থলবন্দরে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৪

হিলি স্থলবন্দরে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

মো.লুৎফর রহমান.হিলি.(দিনাজপুর).
মিলে নবীন-পুরনো অংশীজন, কাস্টমস করবে লক্ষ্য অর্জন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বন্দরের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠানে সভাপতিত্বে করেন দিনাজপুর কাস্টমসের সহকারী কমিশনার দীবাকর হালদার।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় অতিরিক্ত কমিশনার (কাস্টমস,এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট) জিয়াউর রহমান খান।
এছাড়া মতবিনিময় সভায় বক্তব্য রাখেন হিলি স্থলবন্দরের আমদানি- রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুনউর রশিদ হারুন,উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, বন্দরের সিএন্ডএফ এজেন্ট ও আমদানিকারক ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন । এসময় বক্তারা বলেন,দেশের অর্থনীতিতে কাস্টমসের গুরুত্ব অনেক। বন্দর থেকে দ্রুত পণ্য ছাড় করণের সহযোগিতার পাশাপাশি রাজস্ব আহরণের কাস্টমস কর্তৃপক্ষের সহযোগিতা চান ব্যবসায়ীরা।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest