নবাবগঞ্জে শহীদ দিবস উপলক্ষে ব্যস্ত ফুল ব্যবসায়ীরা

প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৪

নবাবগঞ্জে শহীদ দিবস উপলক্ষে ব্যস্ত ফুল ব্যবসায়ীরা

হাসিম উদ্দিন নবাবগঞ্জ(দিনাজপুর)
দিনাজপুরের নবাবগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুস্পস্তবক সহ শ্রদ্ধাঞ্জলির নানা উপকরণ তৈরিতে ব্যস্ত সময় পার করছে ফুল ব্যবসায়ীরা। ভোর থেকে শুরু করে দিনভর চলছে ফুলের ডালা বানানোর কাজ। রীতিমত হিসসিম খাচ্ছে ফুলের ডালা বানাতে ফুল দোকানীরা। রাশি রাশি ফুল, বাঁশের চাটা আর শোলা দিয়ে তৈরি হচ্ছে ছোট বড় ও মাঝারী আকারের শ্রদ্ধাঞ্জলির ফুলের ডালা।

উপজেলা সদরের মৌচাক ফুলঘরের মালিক আহসান হাবিব বলেন- কয়েকদিন আগে থেকেই উপজেলার বিভিন্ন এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর, এনজিও, বেসরকারি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দল থেকে ফুলের ডালা বানানোর অর্ডার পাওয়া গেছে। ১৯ ফেব্রæয়ারী থেকে ফুলের ডালা বানানোর কাজ শুরু হয়েছে। ২০ ফেব্রæয়ারী রাত ১০টা পর্যন্ত কাজ চলবে। ফলে পুরোদমে ব্যস্ততা বেড়েছে। এবারে ফুল ও উপকরণের দাম কিছুটা বেশি হওয়ায় ডালার দামও বৃদ্ধি পেয়েছে। ডিজাইন ও আকার ভেদে ৮০০ টাকা থেকে ১৫শ টাকার মধ্যে ফুলের ডালাগুলি বিক্রি হচ্ছে। তবে গেল বছরের চেয়ে এবারে ডালার চাহিদা অনেকটা বেশি।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest