মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা:
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় “দানা”র প্রভাবে পটুয়াখালীর মির্জাগঞ্জে ঝড়ো বাতাসে সাতটি ঘর বিধ্বস্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল দশটার দিকে উপজেলার রানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘরচাপা পরে এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন। এদের মধ্যে গুরুতর আহত শিশুসহ তিনকে উদ্ধার করে মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাদের অবস্থা গরুতর হলে তাদেরকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
আহতদের মধ্যে প্রাথমিকভাবে তিনজনের নাম পাওয়া গেছে। এরা হলেন- রানীপুর গ্রামের মোসাঃ রুমা বেগম(২৮),শিশু শামিয়া(৫) ও ইশামনি(২)।
দেউলী সুবিদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খান জানান, গতকাল বৃহস্পতিবার সকাল দশটার দিকে ঘূর্ণিঝড় দানার প্রভাবে ঝড়োহাওয়া বইতে। এরপর মুহূর্তের মধ্যে ওই এলাকার সেলিম সিকদার,আলমগীর, করিমসহ ৭ টি বসতঘর বিধ্বস্ত হয়। এই পরিবারগুলোর আজ বৃহস্পতিবার উনুনে চুলা জ্বলবে ন। তাদেরকে ইউনিয়ন পরিষদ থেকে খাবার রান্না করে দেওয়া হবে।
এসময় বাড়ির গাছপালাও উপড়ে পড়ে। এসময় উপজেলার বিভিন্ন এলাকার রাস্তার গাছপালাও উপড়ে পড়েছে।
দেউলী ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ মুনসুর হেলাল উদ্দিন জানান, ঘটনার আধাঘন্টা পরে ঘরের নিচে চাপা পড়া অবস্থায় একটা পাঁচ বছরের শিশু সামিয়াকে উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে। তাদেরকে উন্নত চিকিৎসা জন্য বরিশাল প্রেরন করা হয়।
মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম জানান, উপজেলার রানীপুর গ্রামে কয়েকটি ঘর বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে ও তিনজন লোক আহত হয়েছে। অসহায় পরিবারকে খাবারের ব্যবস্থা করা হয়েছে। উপজেলায় ঘূর্ণিঝড় দানার প্রভাবে ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করে জেলায় পাঠানো হবে।
শেয়ার : ৮৩