কুয়াকাটায় দুইদিন ব্যাপী পানি সম্মেলন শুরু হয়েছে

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২০

কুয়াকাটায় দুইদিন ব্যাপী পানি সম্মেলন শুরু হয়েছে

আবুল হোসেন রাজু,কুয়াকাটা প্রতিনিধি : শুক্রবার গ্রেভার ইন হোটেলের কনফারেন্স হলে অ্যাকশন এইড বাংলাদেশের আয়োজনে একটি এ সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির। মূল নিবন্ধ পাঠ করেন ড. ইমতিয়াজ আহমেদ। এছাড়্ওা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় নদী কমিশনের চেয়ারম্যান ড. মুজিবর রহমান হ্ওালাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ এবং জলবায়ু বিশেষজ্ঞ এবং প্রফেসর ইমিরিটাস ড. আইনুন নিশাত। মূল নিবন্ধে ড. ইমতিয়াজ আহমেদ নদী নিয়ে কূটনৈতিক জটিলতা নিরসনের উপর জোড় দেন। তিনি বলেন, নদী জীবন্ত সত্ত্বা হিসেবে স্বীকৃতি লাভের পর এখন সময় এসেছে নদীকে সমস্ত কূটণৈতিক জটিলতা থেকে মুক্ত করার। আর এ জন্য উদ্যোগী হতে হবে যথাযথ কর্তৃপক্ষকে। তিনি আরো বলেন, প্রাকৃতিক দুর্যোগ অর্থাত ঝড় তুফান, বন্যা জলোচ্ছাস আসে তখন মানুষের মধ্যে যে ভয় সৃষ্টি হয় সেটি কিন্তু থেকে যায়। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এই ভয় সংক্রমিত হয়। আগে দেখা যেতো দীর্ঘদিন, প্রায় ৫০ বছর পর পর এক একটা প্রাকৃতিক দুর্যোগ আসতো। কিন্তু এখন একটি মানুষ তার জীবনকালেই বেশ কয়েকটা দুর্যোগের মুখোমুখি হয়। এই ভয়টাকে দূর করাটা জরুরি। ড. আইনুন নিশাত বলেন, নদীকে বাচিয়ে রাখতে হলে, টিকিয়ে রাখতে হলে নদীকে জানতে হবে। নদীর প্রতিটি ধাপ, চরিত্র জানতে হবে। নদীর প্রশস্ততা কমে গেলে অথবা নদী শাসন করা হলে নদীর ভারসাম্য নষ্ট হয়। আর তখনই নদীকে আমরা হারিয়ে ফেলতে বসি। নদীর জন্য সাধারণ জনগণকে মুখর হতে, প্রতিবাদ জানাতে আহবান জানান তিনি।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest