চতুর্থ শিল্প বিপ্লবের মাধ্যমে প্রযুক্তি নির্ভর অর্থনীতি গড়ে তুলতে কাজ করছে সরকার-আইসিটি প্রতিমন্ত্রী

প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২০

চতুর্থ শিল্প বিপ্লবের মাধ্যমে প্রযুক্তি নির্ভর অর্থনীতি গড়ে তুলতে কাজ করছে সরকার-আইসিটি প্রতিমন্ত্রী

 আবু মুসা নাটোর স্টাফ রিপোর্টারঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন,চতুর্থ শিল্প বিপ্লবের মাধ্যমে প্রযুক্তি নির্ভর অর্থনীতি গড়ে তুলতে কাজ করছে সরকার। এজন্য স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানান তিনি। রোবার বিকালে নাটোরের সিংড়া কোর্ট মাঠে চলনবিল শিক্ষা উৎসবে পলক এ আহবান জানান। সিংড়া উপজেলা প্রশসান আয়োজিত ২দিনের চলনবিল উৎসবের শেষ দিনে চলনবিল অঞ্চলের ৭শ’মেধাবি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।এছাড়া প্রতিবন্ধী ৩১ মেধাবী শিক্ষার্থীকে ল্যাপটপ প্রদান করা হয়।সম্মানা দেয়া হয় নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখা চলনবিল অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিদের।সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন বানুর সভাপতিত্বে উৎসবে জেলা প্রশাসক শাহরিয়াজ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা উপস্থিত ছিলেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest