মোঃ ফিরোজ হোসেন, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলার নজিপুর শহরের বাসস্টান্ডে ৫টি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ২৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। পত্নীতলা ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ লিটন সরকার জানান,২৬ জানুয়ারি রবিবার সন্ধ্যায় পত্নীতলা উপজেলা সদর নজিপুরে অবস্থিত ৫ টি আবাসিক হোটেলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় লাইসেন্স না থাকা,সেবার মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র না থাকার দায়ে ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয় l ইউএনও আরো জানান, জরিমানা আদায় কালে অনতিবিলম্বে লাইসেন্স সহ অন্যান্য কাগজপত্র সংশোধন করা এবং আইন মেনে ব্যবসা পরিচালনা করার জন্য আবাসিক হোটেল মালিকদেরকে পরামর্শ দেয়া হয়েছে।