নওগাঁর পত্নীতলায় ৫টি আবাসিক হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২০

নওগাঁর পত্নীতলায় ৫টি আবাসিক হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
মোঃ ফিরোজ হোসেন, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলার নজিপুর শহরের বাসস্টান্ডে ৫টি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ২৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। পত্নীতলা ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ লিটন সরকার জানান,২৬ জানুয়ারি রবিবার সন্ধ্যায় পত্নীতলা উপজেলা সদর নজিপুরে অবস্থিত ৫ টি আবাসিক হোটেলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় লাইসেন্স না থাকা,সেবার মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র না থাকার দায়ে ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয় l ইউএনও আরো জানান, জরিমানা আদায় কালে অনতিবিলম্বে লাইসেন্স সহ অন্যান্য কাগজপত্র সংশোধন করা এবং আইন মেনে ব্যবসা পরিচালনা করার জন্য আবাসিক হোটেল মালিকদেরকে পরামর্শ দেয়া হয়েছে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest