ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৯ পূর্বাহ্ণ, মার্চ ৮, ২০২০
রিফাত আহমেদ রাসেল, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে ভয়াবহ অগ্নিকান্ডে শোক কাঁটতে না কাঁটতে আগুনের লেলিহান শিখায় ১ টি ঔষধের দোকান সহ ৩ টি ঘর পুড়ে ছাই হয়েছে । শনিবার দিবাগত রাত ৩টার দিকে পৌর শহরের এমপির মোড় এলাকায় ইরাক ভেটেনারী ঔষধের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানায় স্থানীয়রা। পর স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খরব দিলে দুর্গাপুর ফায়ার সার্ভিস স্টেশনের ১টি ইউনিয়ন প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । আগুনের ঔষধের দোকানের সমস্ত মালামাল ও দোকানের পিছনে থাকা হারুনুর রশিদের ৩টি ঘরের আসবাবপত্র সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ঘরের ঘুমিয়ে থাকা হারুনুর রশিদের স্ত্রী ও সন্তান আগুনের উত্তাপ টের পেয়ে ততক্ষণাত ঘরের বাহিরে আসায় কেউ আহত বা নিহতের হয়নি। দুর্গাপুর ফায়ার সার্ভিসের পরিচালক মো: সাইফুল ইসলাম জানান, বিদুৎয়ের শটসার্কিট থেকে এই অগ্নিকান্ডটি ঘটেছে। আমরা খবর পাওয়া মাত্রই ঘটনা স্থানে এসে আগুন নিয়ন্ত্রণে আনে । প্রাথমিকভাবে আনুমানিক কয়েক লাখো টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। এর আগে গত (৪ ফেব্রুয়ারি) মঙ্গলবার মধ্যরাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে পৌর শহরের মধ্য বাজারের পাইকারি কাপড়ের মার্কেটে আদর্শ বস্ত্রালয়, আপন গার্মেন্টস, অপূর্ব ফ্যাশন সহ নয়টি কাপড়ের দোকান সহ ৩ বসবাড়ীর সমস্থ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST