প্রকৃতির আসল রূপ- লকডাউনে সৈকত খালি পেয়ে লাখো কচ্ছপের ঢল

প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২০

প্রকৃতির আসল রূপ- লকডাউনে সৈকত খালি পেয়ে লাখো কচ্ছপের ঢল

আলোকিত সময় ডেস্কঃ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে পুরো দেশ লকডাউন। বন্ধ সব ধরনের পর্যটন কেন্দ্র। সমুদ্র সৈকতও জনশূন্য। সেখানে জায়গা করে নিয়েছে লাখ লাখ কচ্ছপ। এনডিটিভি জানায়, ভারতের ওডিশার রুশিকুল্যা সমুদ্র সৈকতে এমন দৃশ্য দেখা যায়। বছরের এই সময় সেখানে পর্যটকদের ভিড় লেগে থাকে। কিন্তু করোনার কারণে সেখানে নেই কোনো মানুষের আনাগোনা।

এমন সুযোগে লাখ লাখ কচ্ছপ বালুময় সৈকতে উঠে এসেছে। দেশটির বন বিভাগের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৭ লাখেরও বেশি অলিভ রিডলেস কচ্ছপ ডিম পাড়তে পৌঁছে গেছে সমুদ্র তীরে। সেখানে এই মুহূর্তে মানুষের অবাঞ্ছিত ভিড়, উপদ্রব নেই। ফলে, সুযোগ বুঝে তারা এখানে হাজির প্রজনন বাড়াতে। টুইটারে এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এমন দৃশ্যে নেটিজেনরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বন বিভাগ জানায়, প্রতি বছর মার্চ মাসে এই প্রজাতির কচ্ছপেরা ডিম পাড়তে আসে এখানে। পরিসংখ্যান অনুযায়ী এই বছর ৬০ মিলিয়ন ডিম পাড়বে তারা। তবে লকডাউনের কারণে মানুষ ঘরবন্দী হওয়ায় চলতি বছরে কচ্ছপের সংখ্যা সবচেয়ে বেশি।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest