কুমিল্লার নাঙ্গলকোটে সেনাবাহিনীর অভিযান।

প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২০

কুমিল্লার নাঙ্গলকোটে সেনাবাহিনীর অভিযান।
তানভীর আহমেদ কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার নাঙ্গলকোটে মহামারী (কোভীড 19) থেকে নিরাপদ থাকতে জনসচেতনতা ও দোকানপাট বন্ধে এবং জনসাধারণকে ঘর থেকে বাহির না হওয়ার জন্য নাঙ্গলকোট বাজার সহ বিভিন্ন এলাকায় অভিযান করে সেনাবাহিনী । এই সময় সেনাবাহিনী ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিল্টন বিশ্বাস জনসাধারণকে দুরত্ব বজায় রেখে চলাফেরা করতে বলেন ও বিদেশ ফেরত প্রবাসীদের হোমকোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেন এবং বিনা প্রয়োজনে দোকানে বসে না থেকে বাড়িতে থাকার পরামর্শ দেন। এই সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস বলেন, করোনাভাইরাস ছড়ানোর সবচেয়ে বড় মাধ্যম হলো জনসমগম, যেহেতু এখনো পর্যন্ত এই ভাইরাসের কোন ওষুধ আবিষ্কার করা যায়নি, তাই এই সময়ে এই ভাইরাসকে মোকাবেলা করার একমাত্র উপায় হলো জনসমাগম না করা।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest