সাংবাদিক আজিমের উপর সন্ত্রাসী হামলায় ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের নিন্দা

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, জুন ৮, ২০২০

সাংবাদিক আজিমের উপর সন্ত্রাসী হামলায় ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের নিন্দা

বাগেরহাট প্রতিনিধিঃ
রুপসায় মাদক বিক্রয়ের প্রতিবাদ করায় এবং জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে
রূপসা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক প্রবাহের স্টার্ফ রিপোর্টার
সাংবাদিক এম এ আজিমের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায়
সাংবাদিক আজিম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগে জানা যায়, দীর্ঘদিন ধরে নৈহাটি শহীদ মিনার রোড এলাকায়
জনৈক জামাল মাদকের রমরমা ব্যবসা চালিয়ে আসছিল। সাংবাদিক আজিম
এ প্রতিবাদ করায় জামাল সংঘবদ্ধ হয়ে জনৈক বাঘা ও শাকিলকে নিয়ে গত ৭
জুন বিকালে শহীদ মিনার রোড এলাকায় আজিমের উপর হামলা করে। এ সময়
দুর্বৃত্তরা আজিমকে বেধড়ক মারপিট করে জখম করলে তার আত্মচিৎকারে
আশে পাশের লোক এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরবর্তীতে
সাংবাদিক আজিমকে উপজেলা স্বাস্থ্য কমপে-ক্সে ভর্তি করা হয়েছে।
সাংবাদিক আজিমের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে
বিবৃতি দিয়েছেন ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন প্রেসক্লাবের সভাপতি শেখ ফারুক হোসেন,
সাধারণ সম্পাদক শেখ শিহাব উদ্দিন রুবেল, সহ-সভাপতি মান্না দে, বি.এম
রাকিব হাসান, শেখ আজমল হোসেন, এম.জাকির হোসেন , যুগ্ম-সাধারণ
সম্পাদক মোঃ বাদশা আলম, শেখ মাসুম বিল্লাহ, শেখ মনিরুজ্জামান, সুমন
দে, অর্থ বিষয়ক সম্পাদক এম.এম.সি মেহেদি হাসান, দপ্তর সম্পাদক মোঃ
সাগর মল্লিক, প্রচার সম্পাদক এইচ.এন হাবিবুর রহমান, ধর্ম বিষয়ক
সম্পাদক শেখ হুমাউন কবির, সাংস্কৃতিক সম্পাদক সুমন কর্মকার,
কার্যনির্বাহী সদস্য খান মোঃ আরিফুল হক, মোঃ মাহবুবুর রহমান দুলু,
মোঃ কামরুল আহসান হিরক, মোঃ মোজাহিদুর রহমান, এস.এম নাজমুল
ইসলাম, সদস্য শেখ খাবির হোসেন, আবদুল্লাহ আল মামুন, আনন্দ দে,
সৈয়দ অনুজ, মোঃ কামরুজ্জামান, শেখ আজমল হোসেন, এস.এ কালাম,
মোঃ আল আমিন, সাইদুর রহমান বিদ্যুৎ প্রমূখ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest