নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ৩৬ জন মোট আক্রান্ত ১৩৭৬ জন।

প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০

নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ৩৬ জন মোট আক্রান্ত ১৩৭৬ জন।

ফখরুদ্দিন মোবারক শাহ রিপন, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীতে নতুন করে আরো ৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৭৬ জনে।সোমবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান।তিনি জানান, গত ১২ ও ১৩ জুন নতুন আক্রান্তদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করোনা ল্যাবে পাঠানো হয়। পরে ১৪ জুন রাতে তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে।জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৬ জন। সুস্থ হয়েছেন ৪০২ জন।নোয়াখালী জেলায় মোট আক্রান্তদের মধ্যে ৩৪ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী করোনা হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। ৯০৪ জন নিজ নিজ বাড়িতে চিকিৎসা সেবা নিচ্ছেন।এদিকে দিন দিন করোনা সংক্রমণ ও মৃত্যুর হার বৃদ্ধি পাওয়ায় নোয়াখালী সদর ও বেগমগঞ্জ উপজেলায় লকডাউন চলছে। জেলা প্রশাসন ৯ জুন থেকে আগামী ২৩ জুন পর্যন্ত লকডাউনের ঘোষণা দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest