নলছিটির বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন খান (৯০) এর মৃত্যু।

প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ, জুলাই ২, ২০২০

নলছিটির বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন খান (৯০) এর মৃত্যু।

নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠীর নলছিটি উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম-সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন খান সেলিমের পিতা সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন খান (৯০) ২ জুলাই (বৃহস্পতিবার) বিকেল ৩টা ০৫ মিনিটের সময় তার উপজেলার ষাটপাকিয়া নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারণে মৃত্যু বরণ করেন (ইন্না——- রাজিউন)।
বীর মুক্তিযোদ্ধা, ঝালকাঠি জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল ওয়াহেদ কবির খান- মোতাহার হোসেন খান এর মৃত্যুতে শোক প্রকাশ এবং তার বিদায়ী আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তিনি আবেগ প্রবন হয়ে বলেন- নিভে যাচ্ছে এক এক করে মুক্তি সেনার প্রাণ, এক এক করে সবার বিদায় ঘনিয়ে আসছে, জাতির শ্রেষ্ঠ সন্তান। কিছুদিন পরে মুছে যাব আমরাও প্রিয় মাতৃভূমি থেকে মুক্তিযুদ্ধ স্বাধীনতার বীরত্বগাঁথা থাকবে শুধু ইতিহাসে।
আগামীকাল ৩ জুলাই (শুক্রবার) সকাল ৯টায় ষাটপাকিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজের জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest