দাকোপ থানা পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাজা উদ্ধার

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২০

দাকোপ থানা পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাজা উদ্ধার

গোলাম মোস্তফাখান,দাকোপ, খুলনা।
খুলনা জেলাধীন দাকোপ উপজেলার বাজুয়া বেড়ের খাল গ্রাম হইতে প্রদীপ স্বর্নকার (৩৬) ও বিচিত্র মৈত্র (৩৬) উভয় সাং- বাজুয়া বেড়ের খাল, থানাঃ দাকোপ, জেলাঃ খুলনাদের কে অাজ ২২ঃ২৫ ঘটিকায় এক কেজি গাঁজা সহ গ্রেপ্তার করে।
অভিযান পরিচালনা করেন দাকোপ থানার সাহসী এ এস আই মোঃ আবু জাফর, এ এস আই মনির ও এ এস আই ইসলাম।এ ব্যাপারে দা’কোপ থানায় মামলা হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest